ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া রাইসিনা ডায়ালগে অংশ নিতে সোমবার ঢাকা ছেড়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ২৫-২৭ এপ্রিল নয়াদিল্লির তাজ প্যালেসে এ ডায়ালগ অনুষ্ঠিত হচ্ছে। প্যানেল আলোচনায় স্পিকার হিসেবে অংশ নিয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করবেন প্রতিমন্ত্রী পলক।
সূত্রমতে, রাইসিনা ডায়ালগ হচ্ছে একটি বহুপক্ষীয় ফ্ল্যাগশিপ সম্মেলন। আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও ভূ-অর্থনীতির বিষয়ে ২০১৬ সাল থেকে প্রতি বছর ভারতের নয়াদিল্লিতে এ ডায়ালগ অনুষ্ঠিত হচ্ছে। ডায়ালগে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, বেসরকারি খাতের প্রধান নির্বাহী ও স্থানীয় সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন বৈশ্বিক নীতিনির্ধারকরা অংশ নেন।
সোমবার (২৫ এপ্রিল) নয়াদিল্লিতে সপ্তমবারের মতো তিনদিনব্যাপী রাইসিনা ডায়ালগ শুরু হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডায়ালগের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন। সম্মেলনে সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট, কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ও অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যাবটের অংশ নেয়ার কথা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদের রেকর্ড করা একটি ভাষণও সেখানে শোনানো হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এবারের সম্মেলনে শতাধিক দেশের বহুপক্ষীয় সংস্থার ২১০ জনের বেশি বক্তা অংশ নেবেন। এতে শতাধিক সেশনের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন।
জানা গেছে, এ সফরে আইসিটি প্রতিমন্ত্রী ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি (এমইআইটি) মন্ত্রী এবং ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়ার (এনপিসিআই) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে আইটিঅ্যান্ডই (তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিকস) ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বিষয়ে সম্প্রসারিত সমঝোতা স্মারক সই হবে। এছাড়া ২৮-২৯ এপ্রিল আগরতলায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাংলাদেশ-ভারত আইটি সামিট ২০২২’-এ অংশগ্রহণ এবং ত্রিপুরা হাই-টেক পার্ক পরিদর্শন এবং ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পলকের। ৩০ এপ্রিল প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে রাইসিনা ডায়ালগে যোগ দেয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। শারীরিক অসুস্থতার কারণে তিনি নয়াদিল্লি সফর বাতিল করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।