শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যা্ক্রো

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৫ এপ্রিল, ২০২২ ০৭:৫৮ পূর্বাহ্ন

     দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যা্ক্রো

    দুই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে এগিয়ে থেকে দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্ব নিচ্ছেন ইমানুয়েল ম্যাক্রো। আগেরবারের চেয়ে কম ভোটার উপস্থিতির মধ্যে সহজ ব্যবধানে ল পেনকে পরাজিত করেছেন তিনি। জ্যাক শিরাকের পর মাখোঁ হলেন পরপর দুবার জেতা ফরাসি রাজনীতিক।

    এমানুয়েল ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট, অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী মেরি লে পেন পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট।

    আবারও প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ায় এবার ঐক্যের ডাক দিলেন এমানুয়েল ম্যাক্রোঁ। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রেসিডেন্ট সবার জন্য।

    শুরু থেকেই এ নির্বাচনে মধ্যপন্থী হিসেবে পরিচিত ইমানুয়েল ম্যাক্রোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলেন ৫৩ বছর বয়সী কট্টর ডানপন্থী প্রার্থী ল পেন। প্রথম নারী প্রেসিডেন্ট হতে এবার তৃতীয়বারের মতো লড়েন তিনি। আগেরবার ২০১৭ সালে মাখোঁর কাছেই পরাজিত হয়েছিলেন ন্যাশনাল র্যালি পার্টির এ প্রধান। তবে গতবারের তুলনায় এবার তার জনসমর্থন ব্যাপক বেড়েছে। এক দশক ধরেই কট্টর ডানপন্থী অনুসারী বাড়াতে ল পেন ব্যাপক ভূমিকা রেখেছেন।

    রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ভোট গ্রহণ সম্পন্ন হয়। দিনের শুরুতে প্রথম ভোট দেন ল পেন। তিনি তার দল ন্যাশনাল র্যালি পার্টির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর হেনিন বিউমন্টে ভোট দেন। তবে দিনের পরের ভাগে ভোট দেন ইমানুয়েল ম্যাক্রো। তিনি লাঞ্চ টাইমের আগ মুহূর্তে উত্তর উপকূলীয় লে তোকুয়েটের রিসোর্টে ভোটাধিকার প্রয়োগ করেন।

    এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৪৮ দশমিক ৭ মিলিয়ন। তবে সংবাদকর্মীরা জানিয়েছেন, এবার ভোটার উপস্থিতি ছিল হতাশাজনক। ২০১৭ সালের চেয়ে কম ভোটার এবার ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। বিবিসি জানিয়েছে, ভোট গ্রহণের সময় শেষ হয়ে এলেও ভোটারদের উপস্থিতি তেমন বাড়েনি। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এবার ভোটদানের হার পাঁচ বছর আগের তুলনায় ২ শতাংশ কমেছে। এর আগে স্থানীয় সময় শুক্রবার শেষ হয় প্রচার-প্রচারণা।

    ১০ এপ্রিল প্রেসিডেন্ট পদে হয় প্রথম দফার ভোট গ্রহণ। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন ইমানুয়েল ম্যাক্রো, ম্যারিন ল পেনসহ ১২ জন প্রার্থী। গণনা শেষে ম্যাক্রো পান ২৭ দশমিক ৮৫ শতাংশ ভোট। দ্বিতীয় স্থানে থাকা পেন পান ২৩ দশমিক ১৫ শতাংশ ভোট। এছাড়া আরেক প্রার্থী জ্য লুক মিনশ ২১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হন। প্রথম দফা ভোটে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় শীর্ষ দুই প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত হয়ে দ্বিতীয় দফার ভোট।

     




    আন্তর্জাতিক - এর আরো খবর

    বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

    বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

    ২৫ এপ্রিল, ২০২২ ০৭:৫৮ পূর্বাহ্ন

    দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

    দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

    ২৫ এপ্রিল, ২০২২ ০৭:৫৮ পূর্বাহ্ন

    মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

    মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

    ২৫ এপ্রিল, ২০২২ ০৭:৫৮ পূর্বাহ্ন