মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ২৯২ দশমিক ৫ পেয়ে সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন খুলনার মেয়ে সুমাইয়া মোসলেম মিম। কীভাবে সম্ভব হলো এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন, সে কথা জানিয়েছেন তিনি।
মিম বলেন, ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে বুঝে পড়ার কোনো বিকল্প নেই। সবাই মনে করে মেডিকেল মুখস্থ নির্ভর পড়া। তবে বুঝে না পড়লে আপনি কিছু সময় পর সেটি ভুলে যাবেন।
মঙ্গলবার একটি কোচিং সেন্টারের সংবাদ মাধ্যমগুলোতে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মিম।
তিনি বলেন, মানুষের সেবা করার জন্য এই পেশা। দেশের মানুষের মধ্যে 'চিকিৎসকরা কসাই' নিয়ে যে ভ্রান্ত ধারণা আছ সেটি কিছুটা হলেও দূর করতে চাই।
মিমি বলেন, ছোটবেলায় কখনো চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখিনি। তবে মায়ের ইচ্ছায় মেডিকেল কোচিং করা। আমার এমন সাফল্যের পেছনে বাবা-মায়ের অনেক পরিশ্রম আছে। তারা আমাকে সব সময় সাপোর্ট দিয়েছে।
কোচিং প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি শুরু থেকেই ডিএমসি স্কলারে কোচিং করেছি। এছাড়া কয়েকটি কোচিং সেন্টারে মডেল টেস্ট দিয়েছি। কোচিং করাটা আমার প্রস্তুতির জন্য অনেক সহায়ক ছিল।