ইউক্রেনে রুশ আগ্রাসন সবাইকে হুমকির মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আজ রোববার বিবিসি অনলাইনের লাইভে এই তথ্য জানানো হয়।
স্থানীয় সময় গতকাল শনিবার এ মন্তব্য করেন কমলা। পোল্যান্ড ও রোমানিয়ায় রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে নিজ দল ডেমোক্রেটিক পার্টির সদস্যদের এ কথা বলেন তিনি।
ইউক্রেনীয় বাহিনীকে সহায়তায় পশ্চিমাদের পাঠানো অস্ত্রের বহর মস্কোর হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া
কমলা সতর্ক করে বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন পুরো ইউরোপের গণতন্ত্র ও নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে। বৃহৎ আকারে ভাবলে যখন বিশ্বের কোনো জায়গায় গণতন্ত্র হুমকিতে পড়ে, তখন তা সবাইকে হুমকিতে ফেলে।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লড়তে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার জন্য চাপের মুখে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইউক্রেনকে সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে নানান নিষেধাজ্ঞা দিয়েছে।
তবে বাইডেন প্রশাসন বলছে, তারা এমন কোনো পদক্ষেপ নেবে না, যা পরিস্থিতিকে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে; যেমন ইউক্রেনে ‘নো-ফ্লাই জোন’ প্রতিষ্ঠা।