শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ইউক্রেন বিজয়ের পথে: জেলেনস্কির ভাষণ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১২ মার্চ, ২০২২ ০৮:২২ পূর্বাহ্ন

    ইউক্রেন বিজয়ের পথে: জেলেনস্কির ভাষণ

    প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন এখন বিজয়ের পথে।  তিনি বলেন, ইউক্রেন একটি ‘বাঁকবদলের সন্ধিক্ষণে’ পৌঁছে গেছে এবং ‘বিজয়ের পথে’ রয়েছে। বিবিসি লাইভের খবরে এ তথ্য জানানো হয়।

    টেলিভিশনে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেছেন, ‘আমাদের  ইউক্রেনীয় ভূমিকে মুক্ত করতে কত দিন লাগবে, তা এখন বলা সম্ভব নয়। তবে এটা বলা সম্ভব যে আমরা তা করতে পারব। কারণ, আমরা ইতিমধ্যে কৌশলগতভাবে বাঁকবদলের সন্ধিক্ষণ পৌঁছে গেছি। আমরা বিজয়ের পথে আছি।’

    জেলেনস্কি বলেন, এই যুদ্ধে ‘শক্তিশালী এবং একরোখা শত্রুর’ বিরুদ্ধে ‘দেশপ্রেমের যুদ্ধ’, যে শত্রুর নিজেদের হাজার হাজার সেনার মৃত্যুর বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই।’

    রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভাড়াটে যোদ্ধা ব্যবহার করছে—এমন খবরের বিষয়টি উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এখানে কামান, বোমা, ক্ষেপণাস্ত্র রয়েছে। এখন সিরিয়ার ভাড়াটে যোদ্ধারা রয়েছে, যারা এখানে কে কোন ভাষায় কথা বলে সেই পার্থক্য পর্যন্ত করতে পারে না। তাদের বিদেশি ভূমিতে আনা হয়েছে শুধু হত্যাযজ্ঞ চালাতে।’


    রাতভর ইউক্রেনের নতুন নতুন শহরকে লক্ষ্য করে রাশিয়ার হামলার ব্যাপকতা বৃদ্ধির প্রেক্ষাপটে জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নকে তাদের (ইউক্রেন) আরও বেশি সহায়তা করতে আহ্বান জানিয়েছেন।


    জেলেনস্কি বলেন, ‘রাতে হামলাকারীরা জুতার কারখানায়, অনেকগুলো ফ্ল্যাট ও দিনিপ্রোর একটি নার্সারিতে বোমা হামলা করে। কিসের জন্য? এটি যদি চলতে থাকে, তাহলে রাশিয়ার বিরুদ্ধে যেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা যথেষ্ট নয়...আমরা আরও নিষেধাজ্ঞা আশা করছি। রাশিয়াকে এই ভয়াবহ যুদ্ধে মূল্য দিতে হবে।’

     

    রুশ সামরিক অভিযানের আজ শুক্রবার ১৬তম দিনে নতুন করে ইউক্রেনের তিন পশ্চিমাঞ্চলীয় শহরে হামলা হয়েছে। এত দিন পূর্বাঞ্চলীয় শহরগুলোতে হামলা হলেও পশ্চিমের শহরে হামলার ঘটনা এটিই প্রথম।

    শুক্রবার ভোরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর লুতৎস্ক ও ইভানো ফ্রাঙ্কিভস্ক এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর দিনিপ্রোতে হামলা হয়েছে।

    এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়াই করতে মধ্যপ্রাচ্য থেকে স্বেচ্ছাসেবক নিয়োগের অনুমতি দিয়েছেন।




    আন্তর্জাতিক - এর আরো খবর

    বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

    বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

    ১২ মার্চ, ২০২২ ০৮:২২ পূর্বাহ্ন