ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন। আমরা তাকে না থামালে পৃথিবীর কোথাও নিরাপদ জায়গা থাকবে না। ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযান নিয়ে এক আবেগঘন খোলা চিঠিতে তিনি আরো বলেছেন, এই লড়াইয়ে আমরাই জিতব, কারণ আমরা ঐক্যবদ্ধ।
বিবিসির এক খবরে বলা হয়েছে, চিঠিতে বেসামরিক মানুষ হত্যার নিন্দা করেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি। বিশেষ করে তিনি বোমা হামলায় শিশু হতাহতের ওপর জোর দিয়েছেন। চিঠিতে তিনি তিনটি শিশুর নাম উল্লেখ করেছেন, যারা নিহত হয়েছে। তিনি বলেন, ইউক্রেন শান্তি চায়, তবে এর সীমান্ত ও পরিচয় রক্ষা করবে। ফার্স্ট লেডি জেলেনস্কা কোথায় আছেন সেটা এখনো অজানা। যদিও তার স্বামী প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনীর বড় টার্গেট তার পরিবার। ইংরেজিতে লেখা চিঠিটি ইউক্রেনের প্রেসিডেন্টর ওয়েবসাইটে আন্তর্জাতিক নারী দিবসের দিন মঙ্গলবার প্রকাশিত হয়েছে। ফার্স্ট লেডি জানিয়েছেন, এখন পর্যন্ত তাকে বেশ কয়েকবার সাক্ষাত্কার দেওয়ার অনুরোধ করা হয়েছে। এই চিঠিই সব প্রশ্নের উত্তর বলে তিনি মনে করেন।
তিনি বলেন, রাশিয়ার এই সামরিক অভিযান যে হবে, সেটা বিশ্বাস করা অসম্ভব ছিল। তবে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন, এর জনগণ এবং তাদের দেশপ্রেমকে খাটো করে দেখেছেন। তারা মনে করেছিলেন, ইউক্রেনের জনগণ তাদের ফুল দিয়ে স্বাগত জানাবে। কিন্তু এখন মলোটভ ককটেল দিয়ে তারা প্রতিরোধ করছে। ইউক্রেনকে সহায়তার জন্য বিশ্বের জনগণকে তিনি ধন্যবাদ জানান। তিনি পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের আকাশ বন্ধ করতে (নো ফ্লাই জোন) পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।