ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও নিরপেক্ষ অবস্থান বজায় রাখছে তালেবান। ইউক্রেনে সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখির শেয়ার করা এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন সংকট আন্তর্জাতিক নীতিমালার নিরপেক্ষ নীতিমালা মেনে সমাধান করার জন্য তালেবান সরকার উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
আফগানিস্তানের নির্বাচিত সরকারকে হটিয়ে গত বছরের আগস্টে ক্ষমতা দখল করে তালেবান। সেই তালেবান সরকার বিবৃতি দিয়ে ইউক্রেন সংকট সমাধানের আহ্বান জানানোয় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে উপহাস করেছেন।
তবে তালেবানের বিবৃতিতে ইউক্রেন সংকট সমাধানে উভয় পক্ষকে সংযত হওয়ার কথা বললেও রাশিয়ার আক্রমণের জন্য কোনো নিন্দা জানানো হয়নি।