ইউক্রেনের হয়ে মার্কিন সেনারা লড়বে না জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সংঘাতে যায়নি, ভবিষ্যতে যাবেও না।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক ভাষণে তিনি আরও বলেন, ইউক্রেনে যুদ্ধ করতে আমাদের বাহিনী যাচ্ছে না। কিন্তু পূর্বে আমাদের ন্যাটো মিত্রসহ অন্যদের সুরক্ষা দেবে।
ন্যাটো ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে যুক্তরাষ্ট্র বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এ ক্ষেত্রে আমেরিকা তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।
তার মতে, আগের যে কোনো সময়ের চেয়ে ন্যাটো অনেক বেশি ঐক্যবদ্ধ। এতে কোনো সন্দেহ নেই, যুক্তরাষ্ট্র ও তাদের ন্যাটো দেশগুলো নিজেদের চুক্তির অঙ্গীকার পূরণ করবে।
তিনি বলেন, পূর্ব ইউরোপের ন্যাটো দেশগুলোতে হাজার হাজার মার্কিন স্থল ও অন্যান্য বাহিনীর সেনা মোতায়েন করা হয়েছে। বাল্টিক রাষ্ট্র লাটভিয়া, এস্তোনিয়া ও লিথুয়ানিয়াসহ পোল্যান্ড, রোমানিয়া—যারাই রুশ হামলার ঝুঁকিতে রয়েছে, তাদের সুরক্ষায় মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে।
এদিকে ক্রেমলিন বলছে, ইউক্রেন কতটা এগোয় ও নিজেদের লক্ষ্য কতটা পূরণ হয়—তার ওপর নির্ভর করছে রাশিয়ার সামরিক আগ্রাসনের মাত্রা। কিয়েভের নাৎসিদের উৎখাত করতেই এই হামলা। এছাড়াও ইউক্রেনের সামরিক্ষ সম্ভাব্যতা নিঃশ্বেষ করতেই এই হামলা চালানো হয়েছে বলে জানায় ক্রেমলিন।