শেষ পর্যন্ত ইউক্রেনে হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তাঁর দেশে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি আরও বলেছেন, ইউক্রেনের অবকাঠামো ও সীমান্ত রক্ষীদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো।
বিবিসির প্রতিবেদক জানান, বৃহস্পতিবার ভোর ৫টার কিছু পরেই ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। চার-পাঁচটি বিষ্ফোরণের শব্দ হয়। বিছিন্ন এবং দূর থেকে আসা। পরপরই কয়েকটি। সবচেয়ে সাম্প্রতিকটি ছিল কাছাকাছি। তবে এখনও শহরের কেন্দ্রে নয়।
ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক বক্তৃতার কিছুক্ষণ পরই এসব শুরু হয়। এটি রাশিয়ার দীর্ঘ প্রতীক্ষিত আক্রমণের সূচনা বলেই মনে হচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার ওপর কেউ কিছু করতে চাইলে ‘তাৎক্ষণিক জবাব’ দেওয়া হবে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শহর লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে বলেছে তারা ইউক্রেনের সামরিক স্থাপনা, বিমান প্রতিরক্ষা ও বিমানবাহিনীকে নিখুঁত লক্ষ্যের অস্ত্র দিয়ে আঘাত করছে।