২০২২ সালের ডিসেম্বর মাসে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তি পেলেও সেই অর্থ এখন পর্যন্ত বুঝে পায়নি কুষ্টিয়ার দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয়ের ১৯৪ শিক্ষার্থী। সময়মত বৃত্তির অর্থ না পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা চরম ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন।
দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেওয়া তথ্য মতে, ২০২২ সালে দৌলতপুর উপজেলার ২৮৪টি বিদ্যালয় থেকে মোট ২ হাজার ৩১০ শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মেধা তালিকায় ১০৯ জন ও সাধারণ গ্রেডে ৮৫ জন, মোট ১৯৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। উপজেলা প্রাথমিক অফিস থেকে বারবার আশ্বাস দেওয়ার পরও বৃত্তির অর্থ প্রাপ্য থেকে বঞ্চিত হয়ে আসছিল ১৯৪ শিক্ষার্থীরা।
সর্বশেষ ২০২৪ সালের এপ্রিলে সকল বৃত্তিপ্রাপ্তদের বাবা-মার সঙ্গে সরকারি তফসিলি ব্যাংকে হিসাব খুলতে বলা হয়। হিসাব খোলার পরও অদ্যাবধি কেউ বৃত্তির অর্থ পায়নি। তাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে অভিভাবকরা বলছেন, দিনের পর দিন ঘুরেও তারা শুধু আশ্বাস পেয়েছেন, কিন্তু সমাধান আসেনি।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মো. ইউনুস আলী স্পষ্ট করে কিছু জানাতে পারেননি। এ বিষয়ে অধিদপ্তরে খোঁজ নিবেন বলে তিনি জানিয়েছেন।