বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিশু, কিশোর ও ছাত্র-জনতার রক্ত ঝরিয়ে তৈরি জনতার ঢেউয়ের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন। তবে দেশ ত্যাগ করেও তিনি তার ষড়যন্ত্র থামাচ্ছেন না। কলকাতায় একটি অফিস খুলে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছেন।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা অপকর্ম, লুটপাট ও টাকা পাচারের কারণে নিজের অবস্থান ধরে রাখতে পারছেন না। তাই তিনি পাশের দেশের (ভারতের) সহায়তায় উলটাপালটা কণ্ঠে ষড়যন্ত্র করছেন।’
তিনি বলেন, ‘যদি দেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসত, তাহলে তিনি কেন কলকাতায় অফিস খুলেছেন? কেন পালিয়ে গেছেন?’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার শাসনে কেউ রেহাই পায়নি। তিনি সনাতন ধর্মাবলম্বীদেরও বঞ্চিত করেছেন। নিজের পরিবার ও নাতি-নাতনির জন্য সবকিছু করেছেন এবং দলের কিছু নেতাদের টাকা পাচার ও লুটপাটের সুযোগ দিয়েছেন।’
রিজভী আরও বলেন, ‘শেখ হাসিনা দেশের মৌলবাদ ও জঙ্গিবাদে ভরিয়ে দিয়ে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছেন। তিনি ভোট ডাকাতি করেছেন এবং মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। এত নির্যাতন ও নিপীড়নের পরেও খালেদা জিয়া দেশ ছাড়েননি, কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছেন।’
এ সময় তিনি শেখ হাসিনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান।