আরব আমিরাতের একটি বিমান সুদানের সেনাবাহিনী কর্তৃক বোমা হামলায় ধ্বংস করার ঘটনাকে অস্বীকার করেছে দেশটি। এক বিবৃতিতে আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। এটি সম্পূর্ণ মিথ্যা।
এদিকে সুদানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দাবি করা হয়, উপসাগরীয় একটি বিমান ঘাঁটি থেকে বিদেশি যোদ্ধা এবং সামরিক সরঞ্জাম নিয়ে বিমানটি আরএসএফকে (র্যাপিড সিকিউরিটি ফোর্স) সহযোগিতার জন্য উড্ডয়ন করেছিল।
সুদানের এই বিদ্রোহী গোষ্ঠী পুরো দারফুর অঞ্চল দখলে নিয়ে সরকারি বাহিনীর ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। বিমান ধ্বংসের মাধ্যমে কলম্বিয়ান ভাড়াটে ৪০ সেনাসদস্যকে হত্যা করা হয়েছে।
বুধবার নাম না প্রকাশের শর্তে সুদানের একটি সামরিক সূত্র এএফপিকে জানায়, দাফরের নায়ালা বিমানবন্দরে বোমা হামলা করে বিমানটি পুরোপুরিভাবে ধ্বংস করা হয়েছে।
তবে আরব আমিরাত কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, দেশটির সরকার বাহিনী একটি ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত।
এদিকে সুদানের রাষ্ট্রীয় টেলিভিশনে এমন দাবির পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এক্স পোস্টে বলেন, ওই হামলায় কতজন কলম্বিয়ান নিহত হয়েছে তা জানার চেষ্টা করছে সরকার এবং তাদের মরদেহ ফেরানোরও চেষ্টা করা হবে।
সূত্র: এএফপি