শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • প্রাথমিকে ছুটি কমানোর বিষয়ে মতামত চেয়েছে অধিদপ্তর

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৮ জুলাই, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ন

    প্রাথমিকে ছুটি কমানোর বিষয়ে মতামত চেয়েছে অধিদপ্তর
    ছবি: সংগৃহীত

    শিখন কম হওয়ায় সার্বিক দিক বিবেচনায় দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ছুটি কমানোর পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা যৌথসভাও করেছে।

    বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মতামত জানতে চাওয়া হয়েছে। তাদের মতামতের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাউশি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। তবে এটি একেবারে প্রাথমিক আলোচনা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বছর এমন কোনো সিদ্ধান্ত কার্যকর করাও হবে না। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারলে তা আগামী ২০২৬ শিক্ষাবর্ষ থেকে ছুটি কিছুটা কমানো হতে পারে।


    প্রতি বছর নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে বাৎসরিক শিক্ষাপঞ্জি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়। তাতে দেখা যায়, ২০২৫ সালে সরকারি-বেসরকারি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে বছরে ছুটি ৭৬ দিন। তার সঙ্গে সাপ্তাহিক ছুটি থাকে ৫২ অথবা ৫৩টি। এরপর নানা কারণে আবার হঠাৎ হঠাৎ বিদ্যালয় বন্ধ রাখতে হয়। ফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি থেকে যায়।

    সম্প্রতি বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথসভায় ছুটি কমানোর আলোচনা হয়। এ সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-১) বেগম বদরুন নাহার। সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছুটি কমানোর প্রস্তাব উত্থাপন করা হয়। তবে মাউশির পক্ষ থেকে এ বিষয়ে কোনো সম্মতি দেওয়া হয়নি।

    শিক্ষার দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ছুটিটা কমিয়ে ৫৬ থেকে ৬০ দিনের মধ্যে আনার পরিকল্পনা করা হয়েছে। যদি ১৬ থেকে ২০ দিন ছুটি কমানো যায়, তাহলে নানা কারণে বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে যাবে। এ প্রস্তাবনা সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হবে। দপ্তরগুলো থেকে মতামত পেলে এ নিয়ে সভা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক শিক্ষাপঞ্জি ঠিক করার সময় ছুটি কিছুটা কমিয়ে দেওয়া হতে পারে।

     




    শিক্ষা - এর আরো খবর

    এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

    এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

    ২৮ জুলাই, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ন

    ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

    ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

    ২৮ জুলাই, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ন