খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ‘র উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের পরের দিন যোগদান করেছেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অবঃ) ড. মো. মাকসুদ হেলালী।
এর আগে বিকাল ৪ টায় তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন, এরপর বিভিন্ন দপ্তরের খোঁজ-খবর নেন। আগামীকাল থেকে তিনি নিয়মিত অফিস করবেন।
নতুন ভিসি নিয়োগ পাওয়ায় কুয়েটের শিক্ষকেরা ক্লাসে ফিরবেন এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবন স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।