সরকারি সেবা প্রদানে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরুস্কার ২০২৩ পেলেন নারায়ণগঞ্জের অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) এইচ. এম সালাউদ্দীন মনজু। বুধবার (২৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন তিনি।
শুদ্ধাচার পুস্কারের জন্য মনোনীত করায় নারায়নগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: মঞ্জুরুল হাফিজ বিপিএএ-এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন সালাউদ্দীন মনজু।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবর্তিত সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা, সততা ইত্যাদির উপর ভিত্তি করে প্রদান করা একটি পুরস্কার। ২০১৭ সালের ৬ এপ্রিল শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০১৭ প্রকাশিত হয়।
শুদ্ধাচার চর্চার ১৮টি ক্ষেত্রে ৫ নাম্বার করে মোট ৯০ নাম্বার এবং মন্ত্রণালয়, বিভাগ, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দফতর বা সংস্থা কর্তৃক ধার্যকৃত অন্যান্য কার্যক্রমে ১০ নাম্বার; মোট ১০০ নাম্বারের মধ্যে একজন কর্মচারীকে যাচাইবাছাই করে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কর্মচারীরা পুরস্কার হিসেবে একটি সার্টিফিকেট এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন।