বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল বিভাগীয় পর্যায়ে খেলায় ময়মনসিংহ বালিকা (পাঁচরুখি সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল) জেলা দল জামালপুরকে ১০-০ গোলে পরাজিত করে বিভাগীয় ফাইলে উঠেছে, অপরদিকে ময়মনসিংহ বালক দল (নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়) জামালপুর বালক দলের কাছে ২-০ গোলে পরাজয় বরন করে। সকল খেলোয়াড়দের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন আয়োজকরা।
