শিরোনাম
  • ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক সংবিধান বাতিল, রাষ্ট্রপতির অপসারণের দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান নির্বাচন কমিশন পুনর্গঠনে শিগগিরই সার্চ কমিটি গঠন ১২ বিচারপতির ছুটি নিয়মের মধ্যেই হয়েছে : রিজওয়ানা হাসান ৫৬ বছর বয়সে এইচএসসি পাস করেছেন আব্দুল হান্নান  পশ্চিমা নিষেধাজ্ঞা 'শত্রুতামূলক পদক্ষেপ' : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি পরিদর্শন ড.ইউনূসের যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক প্রায় ৮২ লাখ কর্মঘণ্টা, ট্রাফিক ব্যবস্থাপনায় ১৮ দফা সুপারিশ
  • সংঘাত সমাধানে আরব সংহতি জোরদারের আশাবাদ তৌহিদের

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩ অক্টোবর, ২০২৪ ১২:০৮ অপরাহ্ন

    সংঘাত সমাধানে আরব সংহতি জোরদারের আশাবাদ তৌহিদের

    পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সমাধানে সম্মিলিত প্রচেষ্টায় আরব দেশসমূহ এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে দৃঢ় সংহতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়, বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি আলদিন আহমেদ ফাহমির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠককালে পররাষ্ট্র উপদেষ্টা এ আশাবাদ ব্যক্ত করেন।
    সৌজন্য সাক্ষাৎকালে মিশরের রাষ্ট্রদূত ফিলিস্তিনি জনগণের জন্য বাংলাদেশ যে মানবিক সহায়তা প্রদান করেছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    রাষ্ট্রদূত ওমর জানান, মিশর ২০২৪ সালে ডি-৮ শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। তিনি এ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণের জন্য কায়রোর আমন্ত্রণ পৌঁছে দেন।
    পররাষ্ট্র উপদেষ্টা ও রাষ্ট্রদূত বাংলাদেশ ও মিশরের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারে সম্ভাব্য সুযোগ-সুবিধাকে কাজে লাগানোর লক্ষ্যে সহযোগিতা বাড়াতে সম্মত হন। 

    তারা আরও সহযোগিতার প্রধান ক্ষেত্র হিসাবে কৃষি, পেট্রোকেমিক্যাল, টেক্সটাইল ও শিপিং খাতের ওপর জোর  দেন।
    রাষ্ট্রদূত ওমর উন্নত ভবিষ্যতের জন্য বাংলাদেশের অগ্রযাত্রায় মিশরের সমর্থন অব্যাহত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
    বাংলাদেশ ও মিশরের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা ৭৯তম ইউএনজিএ চলাকালে তার মিশরীয় প্রতিপক্ষের সঙ্গে অনুষ্ঠিত ফলপ্রসূ বৈঠকের কথা স্মরণ করেন।

    ২০২৪ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীর আলোকে দ্বিপত্ষীয় সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে বৈঠকে সহযোগিতার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হয়। 




    আন্তর্জাতিক - এর আরো খবর