রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার,নবাবপুর ইউনিয়নের, দিলালপুর গ্রামের, মোঃ বেলাল হোসেন নামের এক ব্যক্তির ফসলি জমি মোঃ শরিফুল ইসলাম শেখের নেতৃত্বে একদল ভূমিদস্যু জমিতে অনধিকার প্রবেশ করে ফসল নষ্ট করে দখল করে যাবার সময় মৃত্যুর হুমকি দিয়ে যায় এবং আসামীরা বলে যায়, আজ থেকে এই জমি আমাদের এই জমির উপর কেউ আসতে পারবে না আরও অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এতে ভীত হয়ে জমির মালিক মোঃ বেলাল হোসেন নিজেদের জীবনের নিরাপত্তার জন্য বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ বরাবর পাঁচ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি বালিয়াকান্দি এস আই মোঃ বারেকর উপর তদন্তের দায়িত্ব দেয়া হয়।
আসামিদের নাম ১.মোঃ শরিফুল ইসলাম সেখ (৩২)পিং আঃ ছালাম সেখ ২.মোঃ ছালাম সেখ, পিং মৃত ধুনাউল্লাহ সেখ,৩.আঃ বর সেখ(৪৩) ৪.মোঃ কুদ্দুস সেখ(৫০)পিং মৃত ধুনাউল্লাহ ৫.মোঃ লিটন সেখ(২৬) পিং কুদ্দুস সেখ, সর্ব সাং নবাবপুর ইউপি দিলালপুর গ্রাম।
এলাকা সূত্রে জানা যায়, আসামীদের খারাপ প্রকৃতির ও দাঙ্গাবাজ, এদের কাছে এলাকার অনেকেই জিম্মি। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা বলেন, এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যাবস্থা নেওয়া হবে।