ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন, সাইনবোর্ড, ভুইঘর , নারায়ণগঞ্জ এলাকায় ৭ টি ভবনে উচ্ছেদ/মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি মোটা অঙ্কের টাকা জরিমানাও করা হয়।
রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক (জোন-৮)মোহাম্মদ ইয়াহ ইয়া খান, মোঃ ইলিয়াস, অথরাইজড অফিসার, জোন-৮/১,
শুভঙ্কর সুষ্ময় রায়, অথরাইজড অফিসার, জোন-৮/২,ৎরাজউক-এর নেতৃত্বে শেখ মাহাব্বীর রনি, সহকারি অথরাইজড অফিসার, জোন-৮/১, আব্দুর রাজ্জাক তোহা, প্রধান ইমারত পরিদর্শক, সামিউল, ইমারত পরিদর্শক সহ সকল ইমারত পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তাগনের উপস্থিতিতে জোন-৮, রাজউকের আওতায় এই অভিযান পরিচালনা করা হয়।
১) ভবন মালিক - মোঃ সারোয়ার আলম গং, : ভবনের ঠিকানা- ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন, সাইনবোর্ড, ভুইঘর , নারায়ণগঞ্জ।
একটি নির্মাণাধীন ১১ তলা ইমারতের নিচ তলার গোডাউন উচ্ছেদ করা হয়, এক তলা, দুই তলায় অবৈধ দোকান আংশিক উচ্ছেদ করা হয়, তিন তলার পার্টিশন ওয়াল ও ছাদে পাঞ্চ করে আংশিক উচ্ছেদ করা হয় ও অনুমোদিত নকশা হতে ইমারতে নির্মিত বিভিন্ন অবৈধ অংশের আংশিক অপসারণ, রাস্তার জন্য কিনারা সরলীকরণ করার জন্য বিদ্যমান স্থাপনা ভেঙে অপসারণ করা হয়, ১০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়, মালিকপক্ষ অনুমোদিত নকশা বহির্ভূত ইমারতের অবৈধ অংশ নিজ দায়িত্বে অপসারণ করে নিবেন মর্মে ৩০০ টাকার স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা প্রদান করেছেন ও উক্ত স্থাপনার একটি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডিপিডিসির প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় ।
২) ভবন মালিকঃ মোঃ খোরশেদ আলম গং
ঠিকানাঃ শান্তিধারা আ/এ ভুইঘর , ফতুল্লা, নারায়ণগঞ্জ।
একটি নির্মাণাধীন ১০ তলা ইমারতের অবৈধ অংশের আংশিক ভেঙে অপসারণ করা হয় , রাস্তা প্রশস্ত করণের নিমিত্তে ইমারতের সম্মুখে অবস্থিত অবৈধ স্থাপনা অপসারণ করা হয় ও উক্ত স্থাপনার একটি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডিপিডিসির প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় ।

৩) ভবন মালিক - শেখ শহিদুল গং: শান্তিধারা আবাসিক এলাকা, সাইনবোর্ড, ভুইঘর , ফতুল্লা, নারায়ণগঞ্জ।
একটি চার তলা নির্মাণাধীন ইমারতের রাস্তার প্রশস্ত করার জন্য নির্মিত বাউন্ডারি ওয়াল অপসারণ করা হয়েছে, ইমারতের সম্মুখের গেট এবং গেটের উপরের ছাদ অপসারণ করা হয় ও উক্ত স্থাপনার একটি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডিপিডিসির প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় ।
৪) ভবন মালিকঃ শিবলু স্বপন: ঠিকানাঃ শান্তিধারা আবাসিক এলাকা, সাইনবোর্ড, ভুইঘর , নারায়ণগঞ্জ।
একটি নির্মাণাধীন তিন তলা ইমারতের নিচতলার পার্কিংয়ের স্থলে অবৈধ দোকান আংশিক অপসারণ করা হয় ।
৫) ভবন মালিকঃ সোহেল: ঠিকানাঃ অরিজিন টাওয়ার ,ঢাকা নারায়ণগঞ্জ রিং রোড সংলগ্ন, সাইনবোর্ড, ভুইঘর , নারায়ণগঞ্জ
একটি তিন তলা নির্মাণাধীন ইমারতের নিচ তলার কলাম, সিঁড়ি, সিকিউরিটি পোস্ট, পার্টিশন ওয়াল আংশিক উচ্ছেদ করা হয়, নিচ তলার ছাদের বর্ধিত কেন্টি লিভার অংশ আংশিক অপসারণ করা হয় ও অনুমোদিত নকশা হতে ইমারতে নির্মিত বিভিন্ন অবৈধ অংশের আংশিক অপসারণ, ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়, মালিকপক্ষ অনুমোদিত নকশা বহির্ভূত ইমারতের অবৈধ অংশ নিজ দায়িত্বে অপসারণ করে নিবেন মর্মে ৩০০ টাকার স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা প্রদান করেছেন ও উক্ত স্থাপনার একটি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডিপিডিসির প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় ।
৬) ভবন মালিকঃ ইব্রাহিম গং: ঠিকানাঃ ঢাকা নারায়ণগঞ্জ রিং রোড সংলগ্ন, সাইনবোর্ড, ভুইঘর , নারায়ণগঞ্জ
একটি নির্মাণাধীন ৪ তলা ইমারতের নিচ তলায় নির্মিত অবৈধ দোকান অপসারণ, ছাদের বর্ধিত কেন্টিলিভার আংশিক অপসারণ, রাস্তার কিনারা সরলীকরণের নিমিত্ত রাস্তার উপর নির্মিত এ ভারতের সিঁড়ি আংশিক অপসারণ ও উক্ত স্থাপনার একটি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডিপিডিসির প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় ।
৭) ভবন মালিকঃ শাহজালাল পাটোয়ারী: ঠিকানাঃ শান্তিধারা আ/এ, ১ নং রোড সাইনবোর্ড, ভুইঘর , নারায়ণগঞ্জ
একটি নির্মাণাধীন ১০ তলা ইমারতের কেন্টিলিভার ব্যালকনি অপসারণ, পার্টিশন অল অপসারণ, রাস্তার উপর নির্মিত ইমারতের অবৈধ স্থাপনা অপসারণ ও উক্ত স্থাপনার এক টি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডিপিডিসির প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় ।