শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত চট্রল ইয়ূথ কয়ারের চিত্রাংকন, আবৃতি, সংগীত, নৃত্য প্রতিযোগিতায় ওব্যাট জুনিয়র হাই স্কুল-সেগুনবাগান ও ওব্যাট প্রাইমারী স্কুল -এসবিএন প্রথম ও দ্বিতীয় স্থান সহ মোট ৩৬টি বিভিন্ন ইভেন্টে পুরষ্কার অর্জন করে।
এ সময় উপস্থিত ছিলেন আইএসডিসিএম-চট্রগ্রাম এর প্রজেক্ট অফিসার মুহাম্মদ মোজাম্মেল হোসাইন, ওব্যাট জুনিয়র হাই স্কুল -সেগুনবাগান এর সহকারি প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। সহকারি শিক্ষিকা ইসরাত ও মুক্তি তানিয়া। ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।
পুরষ্কার বিষয়ক সঞ্চালনায় ছিলেন ওব্যাট জুনিয়র হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষিকা প্রিয়াংকা চৌধুরী, টিকেট প্রিন্টিং প্রেস কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) রহিমা খাতুন কচি উপস্থিত ছিলেন।