বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল শুত্রুবার রাতে বার কাউন্সিলোর ওয়েবসাইটে ত্রই ফল প্রকাশ করা হয়।
বার কাউন্সিলের ওয়েসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৬ জুন শুক্রবার বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তভুক্তির এমসিকিউ পরীক্ষা বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত ত্রক ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হয়। এতে ৪০ হাজার ৬৯৬ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন । এরমধ্যে উওীর্ণ হয়েছেন ১০হাজার ২৫৭ জন।
পরীক্ষায় উত্তীর্ণ একজান পরীক্ষার্থী মো: তৌহিদ রাজা জাগো কন্ঠকে জানান, এবারের পরীক্ষা ত্রবং ফলাফল ব্যবস্থায় তিনি খুবই খুশি। তাছাড়া অপেক্ষামান তালিকায় রাখা হয়েছে ২৭ জনকে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের এরপর লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষার সময়, তারিখ ও আসন বিন্যাস পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।