মানিকগঞ্জ জাদুঘরে গুণীজন মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা 

মানিকগঞ্জ প্রতিনিধি

২৮ এপ্রিল, ২০২৪ ০৯:২৬ পূর্বাহ্ন

মানিকগঞ্জ জাদুঘরে গুণীজন মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা 

মানিকগঞ্জে গুণীজন মিলন মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) শহরের বান্দুটিয়া মুন্সি বাড়িতে স্থাপিত অস্থায়ী জাদুঘর প্রাঙ্গণে দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় বিশিষ্ট লোকসংগীত শিল্পী সাইদুর বয়াতি সহ দেশবরেণ্য শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন।

মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক আয়োজিত ব্যতিক্রমী এই অনুষ্ঠানে মানিকগঞ্জের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির চিরায়িত চিত্র তুলে ধরা হয়। 

'লোকসংগীত ও হাজারী গুড় মানিকগঞ্জের প্রাণের সুর' এই প্রতিপাদ্যে মানিকগঞ্জের শত মানিকদের সম্মাননা জানানো হয়। 
মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও 'মানিকগঞ্জের শত মানিক' গ্রন্থের লেখক মো. আজাহারুল ইসলামে সভাপতিত্বে ও সাংস্কৃতিককর্মী কবি কল্পনা সুলতানার সঞ্চালনায়  স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচির আহবায়ক অধ্যাপক আবুল ইসলাম সিকদার, মানিকগঞ্জ যাদুঘর পরিচালনা কমিটির  সাধারণ সম্পাদক সুশান্ত কুমার সাহা, আয়োজক সংগঠনের কোষাধ্যক্ষ মো. রমজান আলী প্রমুখ। 

মিলন মেলায় আরও উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত লোকসংগীত শিল্পী সাইদুর রহমান বয়াতী, বাংলা একাডেমির পদক প্রাপ্ত কথাসাহিত্যিক ঝর্ণা রহমান, আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের সভাপতি মো.হাবিল উদ্দিন, প্রকৌশলী ড. মো.ফারুক হোসেন, অধ্যক্ষ নুরুউদ্দিন, অধ্যাপক জগদিশ চন্দ্র মালো, অধ্যাপক শ্যামল কুমার সরকার, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, শামসুল আলম, মো. মাসুদুর রহমাম,বিলকিস রেজা পরাগ, কাজী ইজাবুল খালিদ, ইকবাল হোসেন খান, সাংবাদিক আবুল কালাম আজাদ, সাধন সূত্রধর ও মো. নজরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।




সারাদেশ - এর আরো খবর

জিএমপির নতুন কমিশনার মাহবুব আলমের যোগদান

জিএমপির নতুন কমিশনার মাহবুব আলমের যোগদান

২৮ এপ্রিল, ২০২৪ ০৯:২৬ পূর্বাহ্ন

আমতলীতে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

আমতলীতে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

২৮ এপ্রিল, ২০২৪ ০৯:২৬ পূর্বাহ্ন

আমতলী পৌরসভার দুটি বাস স্ট্যান্ড উদ্বোধন

আমতলী পৌরসভার দুটি বাস স্ট্যান্ড উদ্বোধন

২৮ এপ্রিল, ২০২৪ ০৯:২৬ পূর্বাহ্ন