পুটখালি সীমান্ত থেকে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে আটক 

বেনাপোল প্রতিনিধি

২৮ মার্চ, ২০২৪ ১০:২৪ পূর্বাহ্ন

পুটখালি সীমান্ত থেকে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে আটক 

বেনাপোল’র পুটখালি  সীমান্ত থেকে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‌্যাব সদস্যরা।
আটক মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান ৩০ বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আজিজুর রহমানের ছেলে ও ইসরাফিল হোসেন ২৮ একই থানার বালুন্ডা গ্রামের সিরাজুল গাজীর ছেলে।

যশোর র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের পুটখালি গ্রামের বিশাল গরু ফার্মে কতিপয় মাদক ব্যবসায়ী ফেন্সিডিল বিক্রির জন্য মজুদ করেছে। গোপন সুত্রে খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে হাফিজুর ও ইসরাফিলকে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটক ফেনসিডিলের মূল্য ৩ লাখ ৯০ হাজার টাক বলে র‌্যাব জানায়।

আটককৃত মাদক কারবারিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে তারা বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্পমূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল এনে যশোরসহ দেশের বিভিন জেলায় বেশিদামে বিক্রি করে থাকে।
র‌্যাব-৬ যশোরের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামি হাফিজুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি ও বিশেষ ক্ষমতা আইনে দুটি ও ইসরাফিলেল বিরুদ্ধে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে। আটক আসামিরদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।




সারাদেশ - এর আরো খবর

আমতলী পৌরসভার দুটি বাস স্ট্যান্ড উদ্বোধন

আমতলী পৌরসভার দুটি বাস স্ট্যান্ড উদ্বোধন

২৮ মার্চ, ২০২৪ ১০:২৪ পূর্বাহ্ন