শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঢাকার ডিসির ব্যবহারে মুগ্ধ সাবেক এমপি রনি, বাবা মায়ের জন্য দোয়া

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ জুলাই, ২০২৩ ০৮:৪১ পূর্বাহ্ন

    ঢাকার ডিসির ব্যবহারে মুগ্ধ সাবেক এমপি রনি, বাবা মায়ের জন্য দোয়া

    ঢাকা জেলা প্রশাসক মমিনুর রহমানের ব্যবহারে মুগ্ধ হলেন সাবেক এমপি গোলাম মওলা রনি। দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা একটি কাজের দ্রুত সমাধান পেয়ে ও তার কথা-বার্তায় মুগ্ধ হয়ে এই অনুভূতি জাগ্রত হয় যে, রাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে এখনও এ ধরণের পেশাদার, মার্জিত ও ভদ্রলোক আছেন।

    রনি তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এই অনুভূতি প্রকাশ করেন এবং ওই ডিসির জন্য দোয়া করেন ও তাকে অভিনন্দন জানান।

    ফেসবুক স্ট্যাটাসে রনি বলেন, ‘ছবির ভদ্রলোকের নাম মমিনুর রহমান। পেশায় সরকারী কর্মকর্তা ! প্রশাসনের সবচেয়ে লোভনীয় যেসব পদ রয়েছে তার একটিতে তিনি কর্মরত ! তার বর্তমান পদবী- জেলা প্রশাসক, ঢাকা ! ভদ্রলোকের নিকট থেকে অতি সম্প্রতি আমি যে ব্যবহার পেয়েছি তা আপনাদেরকে জানানোর লোভ সংবরন করতে পারছি না ।

    গত পরশু অর্থাৎ ১১ জুলাই রাত আনুমানিক সাড়ে আটটার সময় আমি ফেইজ বুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম ! ঢাকা ডিসি অফিসে আড়াই লাখ টাকার দাবি এবং ভূমি অফিসের ভোগান্তি নিয়ে লিখেছিলাম ! আমার স্ট্যাটাসের ঠিক দেড় ঘণ্টা পর ডিসি সাহেব আমাকে ফোন করেন । দেশ টিভির একটি লাইভ শোতে থাকার কারণে আমি ফোনটি ধরতে পারিনি ! বিরতির সময় অর্থাৎ রাত ১০.৩৪ মিনিটে আমি তাকে ফোন করি । তার আচার ব্যবহার-দৃষ্টিভঙ্গি এবং কথার টোন শুনে যারপরনাই হতবাক এবং আশ্চর্য হই ।

    ডিসি সাহেব আমার সমস্যাটি শুনেন এবং অবিলম্বে তা সমাধানের আশ্বাস প্রদান করেন । কথা প্রসঙ্গে তিনি দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে তার লড়াই এবং সফলতা সম্পর্কেও বিস্তারিত বললেন ! কথোপকথনের সময় তার আন্তরিকতা, পেশাদারিত্ব এবং একজন সাবেক সংসদ সদস্যের প্রতি যে ধরনের সম্মান দেখানো উচিত তা তিনি করলেন অকৃপণভাবে !

    আমি মুগ্ধ হয়ে তার কথা শুনলাম এবং আমাদের রাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে এখনো যে শিক্ষিত-মার্জিত-ভদ্রলোক এবং ভালো বংশের লোকজন রয়েছেন  তা ভেবে এক ধরনের সুখানুভূতি নিয়ে সেই রাতে ঘুমাতে গেলাম ।

    পরের দিন, অর্থাৎ ১২ জুলাই আমার ম্যানেজার ডিসি সাহেবের সঙ্গে দেখা করে এবং তিনি ৫ মিনিটের মধ্যে আমার সমস্যার সমাধান করে দেন যার জন্য আমি গত ৫ মাস ধরে ভোগান্তিতে ছিলাম । সুসংবাদটি শোনার পর ভাবছিলাম ফোন করে ধন্যবাদ দিব - কিন্তু তার আগেই ডিসি সাহেব উল্টো ফোন দিলেন ।

    সাম্প্রতিক বাংলাদেশে উল্লেখিত ঘটনা নিঃসন্দেহে নজিরবিহীন ! আমি ডিসি সাহেবের জন্য দোয়া করছি ! বিশেষ করে তার জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মায়ের জন্য যারা এমন সুসন্তান জাতিকে উপহার দিয়েছেন !’




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর