শিরোনাম
  • ভবিষ্যতে রাজনৈতিক ফায়দা নেয়ার সুযোগ দেওয়া হবে না : নাহিদ ইসলাম প্রধান বিচারপতির বাসভবনকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করা হবে শিবগঞ্জে ৬৫০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ ডিএমপির ১০ থানা পেলো নতুন গাড়ি ॥ আরও ৪০টি শিগগিরই হস্তান্তর সকল সনাতন ধর্মাবলম্বীকে স্বতঃস্ফূর্তভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে যা বললেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দেয়া হবে : নাহিদ ইসলাম ঢাকাকে বসবাসযোগ্য করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে : রিজওয়ানা বাংলাদেশ হতে সমুদ্রপথে হজযাত্রী প্রেরণের সম্মতি সৌদি সরকারের কালুরঘাটে ১১,৫৬০ কোটি টাকার রেল-কাম-সড়ক সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন
  • পিরোজপুরে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

    পিরোজপুর প্রতিনিধি

    ৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৩৩ অপরাহ্ন

    পিরোজপুরে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

    শেখ হাসিনা সরকারের পতনের একমাস পূর্তি উপলক্ষে পিরোজপুরে বিক্ষোভ মিছিল পথসভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল ও  জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। শুক্রবার (৬সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় শহরের কলেজ স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিলাস চত্বরে এস পথসভায় মিলিত হয়। 

    পরে বিলাস চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রিয়াজ মাতুব্বর, পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম তুহিন, পিরোজপুর সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা মল্লিক, পিরোজপুর সরকারি সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফি শিকদার মুন্না, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সবুজ খান, শংকরপাশা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাহতাব , কলেজ ছাত্রদলের সদস্য মারুফ, ছাত্রনেতা রুপায়ন, ইয়ামিন, থানা ছাত্রদল নেতা শাহরিয়ার প্রমুখ। এ সময় মিছিল ও পথসভায় জেলা স্বেচ্ছাসেবক দল ও  জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেয়।


    পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রিয়াজ মাতুব্বর বলেন, অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে, আয়না ঘরে মানুষকে দিনের পর দিন আটকে রেখে যে নির্যাতন চালিয়েছে তার বিচার করতে হবে, বিডিআর বিদ্রোহের বিচার করতে হবে, দেশের ছাত্র সমাজের বুকে গুলি চালিয়েছে তার বিচার করতে হবে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এইসব বিচারের আবেদন জানাই বিচার না হওয়া পর্যন্ত ছাত্রসমাজ সহ আমরা ঘরে ফিরে যাব না।




    সারাদেশ - এর আরো খবর