- Advertisement -
হোম আন্তর্জাতিক মিসরে ট্রেন দুর্ঘটনায় নিহত ১১, আহত ৯৮

মিসরে ট্রেন দুর্ঘটনায় নিহত ১১, আহত ৯৮

- Advertisement -

জাগো কণ্ঠ ডেস্ক: মিসরে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছে আরো ৯৮ জন। গতকাল রোববার কায়রোর উত্তরের তৌখ শহরের পাশে দুর্ঘটনাটি ঘটে। সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিএনএন-এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওই ট্রেন কায়রো থেকে মানসুরার নিল ডেল্টা শহরে যাচ্ছিল। মাঝপথে স্থানীয় সময় দুপুর ১টা ৫৪ মিনিটে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। মিসরের রেল বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ৫০টিরও বেশি অ্যাম্বুলেন্স হতাহতদের উদ্ধার করে স্থানীয় তিনটি হাসপাতালে পৌঁছে দিয়েছে।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বেশির ভাগ মানুষ হালকা আহত হয়েছেন। তবে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

আরও সংবাদ

- Advertisement -