এবার মহাকাশে কাবাব পাঠানোর চেষ্টা করে আলোচনায় এসেছেন একদল মানুষ। তবে তাদের সেই চেষ্টা সফল না হলেও বিষয়টি নিয়ে আলোচনা আর সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় বেশ খুশি তারা। আলোচিত এই বিচিত্র কাণ্ড ঘটেছে তুরস্কে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে গত শুক্রবার বলা হয়েছে, ঘটনাটি ১২ এপ্রিলের। তুরস্কের একদল মানুষ রান্না করা কাবাব, পেঁয়াজ ও সালাদ বড় আকারের একটি গরম বাতাসের বেলুনে চাপিয়ে মহাকাশের উদ্দেশে ছাড়েন। সঙ্গে ছিল একটি ক্যামেরা। বেলুনে চেপে কাবাব আর সালাদ কীভাবে মহাকাশে গিয়ে পৌঁছাচ্ছে, এটা দেখাই ছিল উদ্দেশ্য।
তবে উদ্দেশ্য সফল হয়নি। বেলুনে চেপে কাবাবটি কিছুদূর ওঠার পর আবার নামতে শুরু করে। শেষমেশ তা সাগরে গিয়ে পড়ে। এরপর একটি নৌকায় চেপে বেলুনসহ কাবাবের প্যাকেটটি কুড়িয়ে আনা হয়। তবে পুরো উদ্যোগ ভেস্তে গেলেও খুশি মহাকাশে কাবাব পাঠানোর চেষ্টাকারী ব্যক্তিরা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
তুরস্কের সংবাদমাধ্যম সাবাহ জানিয়েছে, এই উদ্যোগের পেছনের মূল ব্যক্তি ইয়াসার আয়েদিন। ১২ এপ্রিল ইফতারের আগে আগে তিনি বেলুনে চাপিয়ে মহাকাশে কাবাব পাঠানোর এই চেষ্টা করেন। এ জন্য একটি বিশেষ বক্স ও হিলিয়ামে ভরা বেলুন ব্যবহার করেন তিনি।
মূলত মহাকাশে প্রথম মানুষসহ মহাকাশযান পাঠানোর ৬৫ বছর উপলক্ষে তুরস্কের এই নাগরিক এমন বিচিত্র উদ্যোগ নিয়েছেন। ১৯৬১ সালের ১২ এপ্রিল সাবেক সোভিয়েত ইউনিয়নের মহাকাশচারী ইউরি গ্যাগারিন মহাকাশভ্রমণে গিয়ে ইতিহাসে নাম লিখিয়েছিলেন। তিনি মহাকাশে ভ্রমণ করা প্রথম ব্যক্তি।