পিরোজপুরের ভান্ডারিয়ায় কৃষক দলের নতুন কমিটি উপলক্ষে একটি আনন্দ মিছিল করেছেন। রোববার বিকেল ৪টায় আনন্দ মিছিলটি ভান্ডারিয়া কলেমা চত্বর থেকে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় ভান্ডারিয়া ঐতিহাসিক কালেমা চত্বরে আলোচনা সভা করে শেষ করেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষক দলের নতুন কমিটির সভাপতি মোঃ হাজী রহমান মল্লিক।আলোচনায় বক্তব্য রাখেন সভাপতি মোঃ রহমান মল্লিক, সাধারণ সম্পাদক এইচএম মনির মল্লিক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সহ কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্যে দলকে শক্তিশালী সুশৃংখল এবং দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সুন্দর সুষ্ঠু বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে নীতি নির্ধারণ দেবেন সেগুলো উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দ সহ বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দলের সকলের মেনে চলার আহ্বান করে সকলের সুস্থ ও সুন্দর জীবন কামনা করে উক্ত আনন্দ মিছিল ও আলোচনা সভা ওখানেই সমাপ্তি ঘোষনা
করেন ।