ইসলামী আন্দোলন বাংলাদেশ-সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেন "ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বিগত দিনে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছে। ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে সর্বদা সোচ্চার ছিল, আছে এবং থাকবে।
জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল সহযোগী সংগঠনগুলো বিশেষ ভূমিকা পালন করেছে। এতে সংগঠনের প্রায় ২৫ জন কর্মী শাহাদাত বরণ করেছে এবং প্রায় ৭ শতাধিক কর্মী আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন আছে।
তিনি বলেন, ফ্যাসিস্টদের ১৬ বছরে দখলদারি, চাঁদাবাজি হামলা-মামলায় জর্জরিত ছিল দেশবাসী। যেহেতু বৈষম্যের জের ধরে ফ্যাসিস্টদের পতন হয়েছে তাই ভবিষ্যতে যেন কোন নিরীহ ব্যক্তি হামলা-মামলা কিংবা নিপীড়নের শিকার না হয়"
রোববার বা'দ যোহর পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মুহাম্মাদ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব হাফেজ মুহাম্মাদ মাসুম বিল্লাহ,। সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ নজরুল আহসান,
সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম জিয়াউল করীম, সদস্য মুহাম্মাদ আলাউদ্দিন শেখ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমিন হোসাইন, সাধারণ সম্পাদক ডা. মুফতি রেদওয়ান হুসাইন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ,পিরোজপুর জেলার শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,পিরোজপুর জেলা শাখার সভাপতি রহমাতুল্লাহ আল-হাদী সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শহীদ ছাত্র জনতা এবং আন্দোলনে আহতদের জন্য দোয়া মুনাজাতের মাধ্যমে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন সমাপ্ত হয়।