শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • লাগামহীন দুর্নীতি ও নানা অত্যাচারের অভিযোগ

    লালমোহন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাখাওয়াত হোসেনের অপসারণ দাবি

    নিজস্ব প্রতিবেদক

    ৪ নভেম্বর, ২০২৪ ০৯:৫৯ পূর্বাহ্ন

    লালমোহন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাখাওয়াত হোসেনের অপসারণ দাবি

    ভোলার লালমোহন উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের লাগামহীন দুর্নীতি ও নানা অত্যাচার হতে সাধারণ কৃষকদের বাঁচিয়ে অনতিবিলম্বে তাকে অত্র উপজেলা হতে অপসারণ দাবি করেছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর এক আবেদনে এই দাবি জানানো হয়।

    এলাকাবাসীর পক্ষে ভোলার লালমোহনের বাসিন্দা মুনসুর আলীর পুত্র মো: আসগর আলী মোল্লা স্বাক্ষরিত লিখিত আবেদনে বলা হয়- উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন দীর্ঘদিন লালমোহন উপজেলায় চাকরি করেন। পরে পাশবর্তী উপজেলা দৌলৎখানে বদলী হয়ে অদৃশ্য ক্ষমতার দাপটে পুনরায় লালমোহন উপজেলায় বদলি হয়ে আসেন। একই এলাকায় দীর্ঘদিন থেকে নানান অপকর্মে জড়িয়ে পড়েন এই কৃষি কর্মকর্তা।

    অভিযোগমতে, কৃষিকাজে উন্নত প্রযুক্তি ব্যবহারের জন্য উন্নতমানের যন্ত্রাংশ ক্রয়ে সরকারিভাবে ৫০% হতে ৭০% সহেযোগিতা প্রদানের ক্ষেত্রে সাখাওয়াত হোসেন কৃষকের নাম মাত্র ব্যবহার করে তাদের নিকট থেকে সই স্বাক্ষর নিয়ে নিজে টাকা জমা দিয়ে যন্ত্রপাতি কিনে তা প্রভাবশালী বিত্তবানদের নিকট বিক্রয় করেন। সার বীজসহ কৃষকদের জন্য দেওয়া সরকারি সকল সুবিধাদী তিনি নিজে ভোগ করেন। মূলত তিনি একজন ব্যবসায়ীসুলভ আচরণ করেন। অফিসে আমরা কৃষকরা গেলে আমাদের নূন্যতম মূল্যায়ন করেন না। আমরা তার অফিসে উদ্ভিদের সমস্যার সমাধানের জন্য গেলে তিনি আমাদের দিকে তাকানোর প্রয়োজন মনে করেন না। সরাক্ষণ ভিডিও কলে বিভিন্ন মহিলাদের সাথে উচ্চস্বরে অশ্লীল কথাবার্তা বলেন। এককথায় আমরা উল্লেখিত কর্মকর্তার অত্যাচার হতে পরিত্রান পাওয়ার জন্য অতিদ্রুত অপসারন করনের জন্য বিনীত আবেদন করছি।

    জানা গেছে, গত প্রায় ১০ বছর যাবত একই এলাকায় চাকরি করার সুবাদে নানা অপকর্মে জড়িয়ে পড়ছেন কৃষি দপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি একজন সরকারি চাকরিজীবী হয়েও ব্যবসায়ী সুলভ আচরণ করেন। সাধারণ কৃষকদের সুবিধা সমূহ টাকার বিনিময়ে বিত্তবানদেরকে দিয়ে নিজের লাভবান হচ্ছেন। নামমাত্র মূল্যে চাকরির হাজিরা দিয়েও সারাদিন নিজস্ব ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন। কি অবস্থা এই কৃষি কর্মকর্তা দিয়ে এলাকাবাসীর কোন উপকার আসতেছে না। গরম কত দশ বছরে তার অনিয়ম তদন্ত করলে অনেক কিছু বেরিয়ে আসবে। এ  অবস্থায় তাকে অন্যত্র বদলির জন্য এলাকাবাসী জোর দাবি জানাচ্ছে। কৃষি সম্প্রসারণ এর মহাপরিচালকের উচিত দুর্নীতিবাজ এই কর্মকর্তাকে সরিয়ে ভোলার বাইরে অন্য কোন দূরবর্তী জেলায় পদায়ন করা এবং নতুন যোগ্য সৎ লোককে এখানে পদায়ন করা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৪ নভেম্বর, ২০২৪ ০৯:৫৯ পূর্বাহ্ন