চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায়২৫দিন যাবত অফিসার ইনচার্জ পদ শুন্য রয়েছে। ফলে বিঘœ ঘটছে মামলাসহ বিভিন্ন ধরনের জনসেবা মূলক কাজে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন ওসি( তদন্ত)কে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে। জনসেবার কোন বিঘœ ঘটছে না। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে গত ০৯-১২-২০২৩খ্রী: তারিখে যোগদান করেন অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন।
গত ২৫ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের একটি পত্র মোতাবেক তাকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনকে চাঁপাইনবাবগঞ্জ সদরে ক্লোজড করা হয়। এবং সাবেক ওসি(তদন্ত) সুকোমল দেবকে ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব দেয়া হয়। বর্তমানে ওসি(তদন্ত) আরমান হোসেনকে ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার রেজাউল করিম জানান,অফিসার ইনচার্জ না থাকলেও ওসি(তদন্ত)কে ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জের দায়িত্ব দেয়া থাকায় জনসেবা সহ থানার নানাবিদ কার্যক্রমের কোন অসুবিধা হয়নি। তিনি আরো জানান, পুরাতন কোন অফিসার ইনচার্জকে পুনুরায় শিবগঞ্জ নিয়ে আসার নিয়ম নেই। আর নতুন কোন অফিসার ইনচার্জ আসেনি। তবে আশা করছি আগামী রবিবার বা সোমবারের মাধ্যে শিবগঞ্জ থানায়া নতুন অফিসার ইনচার্জ যোগদান করবে। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে।