চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের গমেরচর এলাকার একটি ধানের ক্ষেত থেকে নয়টি রাসেল ভাইপার সাপ পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কৃষকরা বলে খবর পাওয়া গেছে।হত্যার পর সাপগুলিকে জমিতে পুঁতে ফেলেছে। ঘটনাটি উপজেলার পাঁকা ইউনিয়ের গমের চর এলাকার ইব্রাহিম হোসেনের ধানের জমিতে। মঙ্গলবার বার(১০ সেপ্টেম্বর)বেলা ১১ টার দিকের রাসেল ভাইপারগুলি কৃষকদের চোখে পড়ে।
কৃষক ইব্রাহিম হোসেন জানান, তিন দিন আগে তার জমির ধান কেটে আটিঁ বেঁধে জমিতে ফেলে রাখে শ্রমিকরা। মঙ্গলবার সকালে তার শ্রমিকরা কেটে রাখা ধানের আটিঁ গুলো আনতে গিয়ে দেখতে পায় সাপগুলো। পরে শ্রমিকরা একত্রিত হয়ে সবগুলো সাপ মেরে ফেলে এবং ওখানেই মাটিতে পুঁতে ফেলে। শ্রমিক ইসমাইল জানান, পরপর নয়টি সাপ ধানের জেিম দেখতে পাবার পর শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে তাদের চিৎকারে আশেপাশের ধানের জমি থেকে শ্রমিকরা এসে লাঠির এলোপাথাড়ী আঘাতে সবকয়টি সাপ মারা যায়। পরে নয়টি সাপকেই ঘটনাস্থলেই মাটি খুঁড়ে পুঁতে ফেলা হয়।
এ ব্যাপারে পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, পদ্মা নদীর ধারে গমেরচর এলাকায় তিনি নয়টি সাপ মারার খবর পেয়েছেন। তবে সাপগুলো কোন প্রজাতির তা জানা সম্ভব হয়নি।