নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দেশে আসছেন। দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর অবতরণ করার কথা রয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ঢাকা সময় দুপুর ২টা ১০ মিনিটে (জিএসটি +৬) দুবাই থেকে এমিরেটস ফ্লাইটে (ইকে-৫৮২) বিমানবন্দরে এসে পৌঁছবেন।