শিরোনাম
  • আমাদের সফল হতেই হবে : জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা র‌্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ঘুস, দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা  প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকান রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে টাস্কফোর্স হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা জাতীয় ঐক্য ও দ্রুত রাষ্ট্র সংস্কারের আহ্বান রাজনৈতিক নেতৃবৃন্দের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চলবে : তারেক রহমান সম্প্রীতি বিনষ্টকারীদের কালো হাত ভেঙ্গে দিতে হবে : ধর্ম উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর হবে গণভবন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম 
  • অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনুসকে ইউনাইটেড ইসলামী পার্টির অভিনন্দন

    নিজস্ব প্রতিবেদক

    ৮ অগাস্ট, ২০২৪ ০১:১৭ পূর্বাহ্ন

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনুসকে ইউনাইটেড ইসলামী পার্টির অভিনন্দন

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.  ইউনুসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি। বুধবার পার্টির বর্তমান দেশের পেক্ষাপট নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি আলোচনা সভায় এই অভিনন্দন জানানো হয়। 


    উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ হাফেজ মাওলানা মুফতী মোস্তফা চৌধুরী। পরে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামী রাজনীতিবীদ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন এক বিবৃতিতে বলেন, আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের সর্বপ্রথম কাজ করা উচিত, যারা যে সময়ই দেশ শাসনের নামে শোষণ করেছে রাষ্ট্রের টাকা তছরুপ করেছে বাংলাদেশের টাকা বিভিন্ন দেশে নিয়ে রেখেছে সে যেই হোক বিদেশ থেকে টাকা উদ্ধার করে বাংলাদেশের রাষ্ট্রের টাকা রাষ্ট্রীয় খরচ করা হোক এবং যে সকল মাস্তান ও সন্ত্রাস চাঁদাবাজরা আছে চিরজীবনের জন্য তাদের নির্মূল করা হোক। তাতে যে কয় বছর লাগুক তারপর হবে বাংলাদেশ জাতীয় নির্বাচন। এটা আমার অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর আহ্বান থাকবে।


    তিনি আরো বলেন, বাংলাদেশের সূর্য নতুনভাবে উদয়ন করেছে দেশ ও জাতীর কর্ণধার ছাত্র-ছাত্রীরা, তাঁদের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে এই বাংলার বুকে। তাঁদের প্রতি আমার ভালোবাসা ও বুকভরা স্নেহ রইল। এ দেশ আপনার ও আমার তাই এদেশের যেন উন্নতি ও অগ্রসর হয় সেজন্য সবাই একসাথে কার্ধেকাধ রেখে কাজ করিার আহ্বান জানান। তিনি বলেন, সকল ব্যবসায়িক যেন তাঁদের ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর আহ্বান জানাচ্ছি যেন সন্ত্রাসীরা এ পরিস্থিতিতে লুটতরাজ করতে না পারে এবং তাঁদের ব্যবসায় যেন কোন ক্ষতি সাধন করতে না পারে। এ পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়দের পাঁশে থাকতে সকলকেই আহ্বান জানান বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান।


    তিনি আরো বলেন, আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদের মালিক আপনি আমি সকলেই। কাজেই এ রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আপনি আমার সকলের নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামীক চিন্তাবিদ ড. মোশাররফ হোসাইন, পীরে কামেল আলহাজ্ব আবুল খায়ের মোহাম্মদ অহিদী ও খাঁজা মীর হারুনুর রশীদ, পীর সাহেব লক্ষীপুর। হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ্, মুফতী শাহাবুদ্দিন ভুইয়া, হাফেজ মাওলানা মুফতী জহিরুল ইসলাম, খতিব মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ্ প্রমূখ।




    রাজনীতি - এর আরো খবর

    নেতাকর্মীদের বিশেষ বার্তা বিএনপির 

    নেতাকর্মীদের বিশেষ বার্তা বিএনপির 

    ৮ অগাস্ট, ২০২৪ ০১:১৭ পূর্বাহ্ন

    দেশ পুনর্গঠনে জাতীয় নাগরিক কমিটি গঠন

    দেশ পুনর্গঠনে জাতীয় নাগরিক কমিটি গঠন

    ৮ অগাস্ট, ২০২৪ ০১:১৭ পূর্বাহ্ন