“শোকাবহ আগস্ট” এর প্রথম দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৯ তম শাহাদাত বার্ষিকীতে কালো ব্যাচ ধারণ,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করেছে পিরোজপুর পৌর আওয়ামীলীগ।
বৃহস্পতিবার (১লা আগস্ট) দুপুরে জেলা আওয়ামীলীগে কার্যালয়ে এ দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কার হয়। দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, সহ-সভাপতি খান মো: আলাউদ্দিন, সহ-সভাপতি এ্যাড. মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক, সাংগঠকি সম্পাদক শেখ ফিরোজ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম সিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার সহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
পরে ১৫ আগষ্টে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। শেষে দু:স্থদের মাঝে দুপুরে কাবার বিতরণ করা হয়।