চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ আনসার ও ভিডিপির বৃক্ষ রোপণ অভিযান-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বৃক্ষ রোপণ করার মাধ্যমে বৃক্ষ রোপণ অভিযানের উদ্বোধন ঘোষণা করেন শিবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার ঘোষ।
এ সময় আরও উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক মোঃ শহিদুল ইসলাম ও রজনি আক্তার মহিমা প্রমুখ। এছাড়া দলনেতা ও দলনেত্রী এবং ইউনিয়ান কমান্ডার গণ এ সময় উপস্থিত ছিলেন।
বৃক্ষ রোপণ অভিযানের উদ্বোধন শেষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার ঘোষ বলেন, আমাদের মাননীয় ডিজি মহোদয়ের নির্দেশে সারাদেশের ন্যায় শিবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এবং সরকারী রাস্তার ধারে ১৫০ টি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ এবং ঔষধি গাছ রোপণ করা হয়েছে।