জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাস শোকাবহ আগস্ট উপলক্ষে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোক র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোক র্যালীতে জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, সাংগঠনিক সম্পদক গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য শাহ্ সারোয়ার কবীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুর জামান রিংকুসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।