শিরোনাম
  • ভবিষ্যতে রাজনৈতিক ফায়দা নেয়ার সুযোগ দেওয়া হবে না : নাহিদ ইসলাম প্রধান বিচারপতির বাসভবনকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করা হবে শিবগঞ্জে ৬৫০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ ডিএমপির ১০ থানা পেলো নতুন গাড়ি ॥ আরও ৪০টি শিগগিরই হস্তান্তর সকল সনাতন ধর্মাবলম্বীকে স্বতঃস্ফূর্তভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে যা বললেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দেয়া হবে : নাহিদ ইসলাম ঢাকাকে বসবাসযোগ্য করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে : রিজওয়ানা বাংলাদেশ হতে সমুদ্রপথে হজযাত্রী প্রেরণের সম্মতি সৌদি সরকারের কালুরঘাটে ১১,৫৬০ কোটি টাকার রেল-কাম-সড়ক সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন
  • ইন্দুরকানিতে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

    পিরোজপুর প্রতিনিধি

    ২৩ জুন, ২০২৪ ০৮:০২ পূর্বাহ্ন

    ইন্দুরকানিতে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

    পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। আজ শনিবার গাছ কাটা নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আলাদা প্রতিকৃয়ার কারনে এলাকায় চাঞ্চল্য সৃস্টি হয়েছে। শুক্রবার উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় লক্ষাধিক টাকা মূল্যের পাঁচটি চাম্বল ও মেহগনি গাছ কেটে নিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মৃধা মো: মনিরুজ্জামান। 

     

    স্থানীয়রা জানায়, উপজেলার দক্ষিণ ভবানীপুর ওয়ার্ডে আকন বাড়ির সামনে ইন্দুরকানী-কলারণ সড়কের পাশে দুটি মেহগনি ও তিনটি চাম্বল গাছ বন বিভাগের রোপন করা ছিল। গতকাল শুক্রবার সকালে ওই সড়কে বন বিভাগের রোপন করা গাছগুলো আওয়ামীলীগ নেতা মৃধা মো:মনিরুজ্জামান তিনি শ্রমিক দিয়ে গাছগুলো কেটে নিয়ে যান। এরপর গাছগুলো খ- খ- করে তার একটি প্রতিষ্ঠিত স্কুলের সামনে রাখা হয়। পরে গাছগুলো স্কুল থেকে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখেন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান।

     

    গাছ কাটার কথা স্বীকার করে আওয়ামীলীগ নেতা মৃধা মো: মনিরুজ্জামান বলেন, ওসি ও ইউএনও'র মৌখিক অনুমতি নিয়ে স্কুল মেরামতের জন্য গাছগুলো কাটা হয়েছে।

     

    এ বিষয় ইন্দুরকানী থানায় ওসি মো: কামরুজ্জামান তালুকদার জানান, তিনি কাউকেই মৌখিকভাবে গাছ কাটার নির্দেশনা দেননি।

     

    পিরোজপুর জেলা বন কর্মকর্তা নির্ম্মল কুমার দত্ত জানান, ইন্দুরকানী উপজেলায় প্রধান সড়কের পাশ থেকে বন বিভাগের গাছ কাটার অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

     

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আবু বক্কর সিদ্দিকী এর মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

     

     

     

    পিরোজপুর প্রতিনিধি




    সারাদেশ - এর আরো খবর