শিরোনাম
  • ভবিষ্যতে রাজনৈতিক ফায়দা নেয়ার সুযোগ দেওয়া হবে না : নাহিদ ইসলাম প্রধান বিচারপতির বাসভবনকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করা হবে শিবগঞ্জে ৬৫০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ ডিএমপির ১০ থানা পেলো নতুন গাড়ি ॥ আরও ৪০টি শিগগিরই হস্তান্তর সকল সনাতন ধর্মাবলম্বীকে স্বতঃস্ফূর্তভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে যা বললেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দেয়া হবে : নাহিদ ইসলাম ঢাকাকে বসবাসযোগ্য করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে : রিজওয়ানা বাংলাদেশ হতে সমুদ্রপথে হজযাত্রী প্রেরণের সম্মতি সৌদি সরকারের কালুরঘাটে ১১,৫৬০ কোটি টাকার রেল-কাম-সড়ক সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন
  • নিম্ন মধ্যবিত্ত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলো "দি অরা" 

    আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম প্রতিনিধি

    ২০ জুন, ২০২৪ ০৮:০০ অপরাহ্ন

    নিম্ন মধ্যবিত্ত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলো

    নিন্ম মধ্যবিত্ত মানুষের সাথে কোরবানির ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সামাজিক সংগঠন 'দি অরা' আয়োজন করে "উৎসর্গের মহিমা"। এ আয়োজনে  তারা একটি গরু জবাই করে নগরীর হালিশহর এলাকার নিন্ম মধ্যবিত্ত মোট ৪২টি পরিবারের মধ্যে ১.৫ কেজি করে মোট ৬৩ কেজি মাংস বিতরণ করেছে।

    গত মঙ্গলবার (১৮ জুন) এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন "দি অরা" এর  সভাপতি আব্দুল হাকিম এবং সহসভাপতি ওমর ফারুক সাফিরসহ প্রমুখ। 

    এই আয়োজনে মোট ৩১জন সেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। এতে ইভেন্ট লিডার হিসেবে ছিলেন মাহেদুল হোসেন সহ কো-লিডার সিরাজাম মুনিরা এবং আবদুর রহিম। 

    সংগঠনের সহ সভাপতি ওমর ফারুক বলেন, ঈদ মানে আনন্দ কিন্তু এই কোরবানির ঈদে সাধারণত নিন্ম মধ্যবিত্ত মানুষেরা কোরবানি দিতে পারে না এবং  কারো কাছে মুখ ফুটে চাইতেও পারে না। আর এ চিন্তাকে মাথায় রেখে আমরা "দি অরা" এই আয়োজনটি করেছি এবং আমরা অনুদান তুলে একটি গরু জবাই করে গোপনীয়তা বজায় রেখে মোট ৪২টি নিন্ম মধ্যবিত্ত পরিবারের মাঝে মাংস বিতরণ করেছি যাতে তাদের মুখে ঈদের হাসিটা ফুটে উঠে। এইরকম মানবিক কার্যক্রম আমরা "দি অরা" সবসময় বজায় রাখবো এবং তাতে সবসময় আমরা আপনাদের সকলের সহায়তা কামনা করি।




    সারাদেশ - এর আরো খবর