রাজবাড়ীর পাংশা উপজেলায় মাছপাড়া ইউনিয়নের গাঁড়াল দক্ষিণপাড়া এলাকা থেকে ৩৬ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ। গত ৮ জুন শনিবার তাদের গ্রেফতার করা হয়
গ্রেফতারকৃতরা হলো, পাংশা উপজেলার পুরাতন তেতুলিয়া গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে মো. জামিরুল ইসলাম (৪০) ও চুয়াডাঙ্গা জেলার গয়েশপুর গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে মো. সেকান্দার আলী (৩৫)। ৯ জুন রোববার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাছপাড়া ইউনিয়নের গাঁড়াল দক্ষিনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় আসামীদের কাছ থেকে ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী জামিরুল ইসলামের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।