রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৭০ বোতল ফেন্সিডিল সহ দুইজনকে আটক করা হয়।
জানাগেছে, গত ৪ মার্চ সোমবার রাত ৭ টা ৫ মিনিটের সময় এসআই দেওয়ান শামীম খান এর নেতৃত্ব একটি টিম রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর সাকিনস্থ ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে ছোট ব্রীজ এর উপর হতে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি ১। মোঃ রবিন আলী (২৪), পিতা-মৃত রুস্তম আলী, মাতা-মোছাঃ জহুরা খাতুন, ২। মোঃ রানা হোসেন (৩৪), পিতা-মোঃ আফেজদ্দীন মন্ডল, মাতা-মোছাঃ মনোয়ারা খাতুন, উভয় সাং-নতুন আমদহ জোয়াদ্দার পাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া
এ সময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত ৭০ (সত্তর) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, যাহার প্রত্যেকটি বোতলে ১০০ মি.লি করে সর্বমোট ৭,০০০ মিঃলিঃ=০৭ (সাত) লিটার, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ২,৮০,০০০/-(দুইলক্ষ আশি হাজার) টাকা সহ গ্রেফতার করেন। এ ঘটনার রাজবাড়ী সদর থানায় একটি মাদকদ্রব্য আইনের মামলা দায়ের করা যায়।