কুরবানী বঞ্চিতদের মাঝে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আজ মঙ্গলবার দুপুরে পুরানা পল্টন এলাকায় কুরবানীর গোশত বিতরণ কর্মসূচি পালন করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুরবানীর গোশত বিতরণ করেন। কুরবানী গোশত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, সেক্রেটারী জেনারেল মাওলানা খলিলুর রহমান, এইচ এম রফিকুল ইসলাম, হাফেজ সৈয়দ ওমর ফারুক, হাজী শাহাদাত হোসাইন, মাওলানা শাহজামাল, হাফেজ মাওলানা মাসরুর তাসফীন, হাজী শাহীন আহমদ, হারুন অর রশিদ, আইয়ুব আলী চৌধুরী।
হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, দেশের প্রায় এক তৃতীয়াংশ মানুষ কুরবানী করার সামর্থ না থাকায় ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়। কুরবানীর গোশত ছাড়া পুরো বছর গরুর গোশত কিনে খাওয়ার সামর্থ নেই তাদের। সরকার বলে থাকেন, দেশ নাকি উন্নয়নের মহাসড়কে। নিরপেক্ষ খোঁজখবর নিলে এমনই চিত্র প্রকাশ পাবে। দেশে ইসলামী হুকুমত থাকলে এভাবে মানুষকে মানবেতর জীবন যাপন করতে হতো না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই’র পক্ষ থেকে সমাজের গরীব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে কুরবানীর গোশত বিতরণ করে ঈদের আনন্দে বঞ্চিতদের শামিল করার চেষ্টা করছে ইসলামী শ্রমিক আন্দোলন। ভবিষ্যতে আরো ব্যাপক পরিসরে জনকল্যাণমূলক কাজে নিজেদেরকে সম্পৃক্ত করবে, ইনশাআল্লাহ।